প্রিন্স ঘোষ
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার পর পরই সরকারের নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরবর্তিতে ২৫ মার্চ থেকে সকল দোকানপাট বন্ধের নির্শনা দেওয়া হয় শুধু মাত্র খাবারের দোকান ও ওষুধের দোকান বাদে। তারই ধারাবাহিকটায় আজ শনিবার সাভারে হাটের দিনেও সাভার নামা বাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল শুধু নিত্য প্রয়োজনীয় জিনিষের দোকান বাদে। মানুষের আনাগণা নিয়ন্ত্রনে রাখতে সারাদিনভর পুলিশি টহল ছিল সাভার নামা বাজারে। মাইকিং করার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা এবং সবাই যাতে মাস্ক ব্যবহার করে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে তা নিশ্চিত করতেই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।