দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অাজ শনিবার করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জু। উপজেলা চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত উক্ত সভায় নবাবগঞ্জ উপজেলার বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। নবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে অবন্থানরত ব্যক্তিদের কঠোর নজরদারীতে রাখার জন্য ইউএনও মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।