দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ
মুখে না বললেও, প্রশাসনের সরাসরি নির্দেশ না থাকলেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকটাই লকডাউন পরিস্থিতি বিরাজ করছে দোহার-নবাবগঞ্জে। করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন এবং দোহার নবাবগঞ্জ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আজ শনিবার দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দোহার থানা পুলিশ জয়পাড়া কলেজ মোড়, জয়পাড়া হাট, পালামগঞ্জ বাজার, বাস্তা বাজার, কার্তিকপুর বাজার, ময়নট ঘাটে অভিযান চালানো হয় ও মাইকিং করা হয়।
একইসাথে সকল জনসমাগম, হাট-বাজার আপাতত বন্ধ করে দেয়া। অতীব প্রয়োজনীয় মুদি, ফল ও ফার্মেসির দোকান বাদে সব বন্ধ করে দেয়া হয়। দোকানে দড়ি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছেন ক্রেতারা যেন নির্দিষ্ট দূরত্ব রেখে পণ্য ক্রয় করতে পারে। রাস্তা-ঘাট মানুষ ও যান শূন্য হয়ে পড়েছে।
এরই মধ্যে দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট DNSM প্রশাসনের অধীনে দোহারে করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম হাতে নিয়েছে। রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীবাদে তেমন কাউকেই দেখা যায়নি।
নবাবগঞ্জ চৌরাস্তায় যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়, সেখানে বর্তমানে বিরাজ করছে সুনসান নিরবতা। চিরচেনা সব রাস্তা ঘাট জনমানবহীন অচেনা এক মৃত্যুপুরীকে পরিণত হয়েছে।