আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে নদী থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করে পুলিশ

নাজমুল হুদা

 

সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

সাভারের কাউন্দিয়া এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাত এক তরুণের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কাউন্দিয়া এলাকার তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষনো বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচনধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ময়না তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাভার মডেল একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ