আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ধামরাইয়ে বাস-সিএনজি সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত বাস ও সিএনজি সংঘর্ষে কবির হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (০৮ জুন) দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এরআগে, সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। সে ধামরাইয়ের রাইজিং টেক্সটাইলের শ্রমিক।

পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পারাপার হচ্ছিলো কবির হোসেন। এসময় একটি বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ভেতরে চাপা পড়ে গুরুতর  আহত হন কবির। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পরিদর্শন করেছি। আর মৃত্যু খবর শুনেছি হাসপাতালে একজন মারা গেছে। নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ