আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সিরাজদিখানে আ’লীগ নেতার  বিরুদ্ধে সরকারি রাস্তার দুইটি গাছ কাটার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :  

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের দুইটি বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকমল হোসেন সুবলের বিরুদ্ধে । তিনি ইউনিয়নের নাটেশ্বর গ্রামের শফিউদ্দিনের ছেলে। গতকাল সোমবার সকালে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে ২টি করই গাছ কাটা হয়েছে বলে যানা যায়।

সরেজমিনে দেখাযায়, উপজেলার কাজীরবাগ চৌরাস্থা থেকে তেলিপাড়া পর্যন্ত সরকারি সড়কটির নাটেশ্বর এলাকায় সরকারি রাস্তার পাশের দুইটি বড় করই গাছ কাটা হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে একটি গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং অন্য একটি গাছের ডাল সহ বেশিরভাগ ভাগ অংশই কাটা হয়ে গেছে। গাছ দুইটি ৮ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। এবিষয়ে আকমল হোসেন সুবলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের যায়গার উপর দিয়ে রাস্তা গেছে। আর এটি রাস্তার গাছ না এই গাছ আমরা লাগিয়েছি তাই কেটে ফেলছি। এছাড়াও এই এলাকার অনেকেই তো আরো অনেক গাছ কেটেছ। উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, ঐ রাস্তার গাছ আমাদের সামাজিক বনায়নের না। তাই এই গাছের ব্যাপারে আমাদের কোন দায়িত্ব নেই। তবে এই রাস্তার গাছের দায়িত্ব ভূমি কর্মকর্তার। মালখানগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বলেন, আমরা গাছ কাটার ব্যাপারে জানতে পারেছি। তদন্ত করে এসিল্যান্ড স্যারের বরাবর প্রতিবেদন জমা দিব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ