আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হতে বাড়িওয়ালার নোটিশ

নিজস্ব প্রতিবেদক

 

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এবার ভাড়াটিয়াদের বাড়ি থেকে অপ্রয়োজনে বের হওয়া নিষেধ করে বাড়ির নোটিশ দিয়েছে সাভারের আশুলিয়ার এক বাড়িওয়ালা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আশুলিয়ার চারাবাগের কুমকুমারি এলাকায় নুরজাহান ভিলার প্রবেশ পথে এক নোটিশ দেখা গেছে।

নোটিশে লেখা হয়েছে, যে সকল ভারাটিয়া এই বাড়িতে থাকেন তারা ২৬ মার্চ থেকে অপ্রয়োজনে বাড়ী থেকে বের হবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি বাড়ি থেকে বের হবেন না, যতক্ষন পর্যন্ত না আপনি করোনা আনতে বাড়ি বাইরে যাচ্ছেন। এতে শুধু আপনি নন ঝুকিতে আছে আপনার প্রিয়জনেরাও।
এ অবস্থায় বাড়িতে কোনো রকম মেহমান আনা নিষিদ্ধ, বাড়ির ভেতরে সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ, হাঁচি-কাশিতে টিসু ব্যবহার করে যথা স্থানে টিসু ফেলবেন, বাড়ির বাইরে থেকে এসে অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে, কোনো ভারাটিয়া অন্য ভারাটির সঙ্গে কথা বলতে হলে ৩ ফুট দুরুত্ব রেখে কথা বলুন।

বাড়িটির ভারাটিয়া আমিনুর ইসলাম মন্জু বলেন, বাড়িওয়ালা এমন উদ্যােগে নেওয়াতে আমরা খুশি। দেশে যা শুরু হয়েছে সচেতন হয়ে না চলাচল করলে যে কোনো সময় করোনা সংক্রমণ হতে পারে। আমরা সবাই বাড়িওয়ালার নির্দেশ মেনে চলার চেষ্টা করছি।

নুরজাহান ভিলার মালিক নুরজাহান বলেন, আমার বাড়িতে ১৩টি কক্ষে প্রায় ৩৩ জন মানুষ থাকে। কেউ পোশাক কারখানায় কাজ করে কেউবা দোকানার। করোনা সংক্রমণ রোধে ও প্রতিহত করতে বাড়িতে থেকে অপ্রয়োজনে সবাইকে বের হতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে কেউ বাইরে গেলে আমাদের থেকে অনুমতি নিয়ে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ