আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সাভারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে শিশুদের মাঝে দুধপান করানো হয়েছে । মঙ্গলবার সকালে সাভার উপজেলা গরুর খামার মালিক সমিতির সহযোগিতায় পৌর এলাকার আনন্দপুর এলাকায় একটি মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতাল। এসময় ২শতাধিক শিশুর মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এসময় দুধপানের উপকারিতা ও দুধপান না করলে কি ধরণের সমস্য হতে পারেসহ নানা ধরনের দিকনির্দেশনা শিশুদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা, সাভার উপজেলা গরুর খামার মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান খানসহ মাদরাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ