আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে আরও একজন বাড়ি ভাড়া মওকুফ করে দিলেন 

 

নিজস্ব প্রতিবেদক :

 

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সারা বিশ্ব এখন।

এইজন্য সাম্প্রতিক নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার সুবিধার্তে বাড়ির মালিকদের তিন মাসের বাসা, বাড়ি মার্কেট সহ সকল কিছু ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছে উগান্ডার সরকর।

যদিও আমাদের দেশে তেমন কিছু হয়নি কিন্তু সম্প্রতি করোনাভাইরাস আমাদের দেশে দেখা দিয়েছে।

নিজ উদ্যোগে এবং মানুষের প্রতি ভালোবাসা দেখে সামান্য কিছু মানুষ এগিয়ে এসেছেন সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর।

তার এই মহৎ কাজ কে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসাহিক হাজী মোঃ আলী হোসেন, হেমায়েতপুর স্ট্যান্ডে তার একটি ছয়তলা বাড়ি ও ৫০ টি কাঁচা পাকা ঘরের স্বল্প আয়এর ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি !

এই বিশিষ্ট সমাজ সেবক আলী হোসেন, বলেন করোনা ভাইরাসের কবলে পড়ে সারা পৃথিবী এখন দুর্যোগের মাঝে থমকে গিয়েছে ।

এই সময় আমাদের নিজ অবস্থান থেকে স্বল্প আয়ের মানুষের জন্য কিছু করা উচিত।

এইজন্য আমি ভেবে দেখলাম যে আমাদের হেমায়েতপুরে যেসব মানুষ বসবাস করেন তাদের মাঝে অনেকেই দিনমজুর রিকশাচালক ও গার্মেন্টস শ্রমিক। এবং তা ছাড়াও তারা দিনে আনে দিনে খায়।

আর এখন তো করোনা ভাইরাসের কারণে মানুষ ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছে, তাই তাদের কাজ কমে গিয়েছে। এখন তারা নিজেরাই খাবে নাকি আমাদের ভাড়াই দিবে এইজন্য আমি আমার বাসা ভাড়া নিব না এবং আমি মনে করি সকলকে এই দুর্যোগের সকলেরই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যেমন ফখরুল আলম সমর চেয়ারম্যান দিয়েছে তেমনি আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়ানো উচিত।

আমি মনে করি বাংলাদেশে আরো অগণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছে তারা ফখরুল আলম সমর এর মত করে জনগণের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাহলে আর কোন জনগণ এই দুর্যোগময় পরিস্থিতিতে সমস্যায় থাকবে না।

হাজী মোঃ আলী হোসেন আরো বলেন, শুধু ভাড়া মুওকুফই নয়, আমি নিজের বাসার ভাড়াটিয়াদের জন্য শুকনা খাবারের কিছু পরিমাণ ব্যবস্থা রেখেছি যাতে দূর সময় তারা খাবারের অভাব যাতে পোহাতে না হয় তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমি সকলের জন্য দোয়া করি সকলে সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন অযথা বাসা থেকে বের হবেন না নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ