নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩১২ পিস বিয়ার ক্যানসহ মোঃ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আশুলিয়ার নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম ওই এলাকার মৃত এলাহীর ছেলে। তিনি ওই এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার চার কক্ষ বিশিষ্ট বাড়ি তল্লাশি করে ৩১২ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
সিপিসি-২, র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি উনু মং বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গা হতে এই বিয়ার ক্যান ক্রয় করে এনে আশুলিয়া ও সাভার থানা এলাকায় বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে করেন বলে স্বীকার করেছেন।
মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানা যায় ।