আমিনুর রহমান, সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরের চান্দহরে ট্রাক-মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী আরিফুল ইসলাম (২৮) নিহত এবং স্ত্রী আহত হয়েছেন।
শনিবার (১৫ই মে) বিকালে চান্দহর ইউনিয়নের মূলবর্গ গ্রামে সিংগাইর-সিরাজপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরিফুল ইসলাম (২৮) উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুল বেপারীর ছোট ছেলে।
জানা যায়, নিহত আরিফুল তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে নিজ বাসা থকে কৈলাইল ইউনিয়নের মধুরচর আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার চান্দহর ইউনিয়নের মুলবর্গ গ্রামের মন্জু মিয়ার ফ্রামের সামনে বাঁশঝারের মোড়ে বিপরিত দিক থেকে আসা গরুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরন করেন। তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসাধীন অবস্থায় আই.সি.ইউতে রাখা হয়েছে।
ঘাতক গাড়ীর ড্রাইভার এবং হেলপার উভয়ই পলাতক আছে। গাড়ী দুটি শান্তিপুর পুলিশ ফাড়িতে আটক রাখা হয়েছে।