আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাক্স, সাবান ও স্যানিটাইজার বিতরণ

 

মো:আলী হোসেন,

বৈশ্বিক দূর্যোগ ও মহামারী” করোনা ভাইরাস “কভিট-১৯ প্রতিরোধ ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজিব এর সার্বিক সহযোগীতায় এবং ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে মাক্স,সাবান ও স্যানিটাইজার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সাভার থানা অধীনস্থ বিভিন্ন এলাকার জন্য মাক্স,সাবান ও স্যানিটাইজারসহ কনোরা ভাইরাস প্রতিরোধ মূলক বিভিন্ন সামগ্রী বরাদ্য দেওয়া হয়।

এসময় ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।এর ধারাবাহিকতায় আজ আমরা সাভারের হেমায়েতপুরের বিভিন্ন এলাকায় বিশেষ ভাবে তৈরি স্যানিটাইজার,সাবান ও মাস্ক বিতরণ এবং পৃথক দুটি স্থানে হাত দোয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। সেই সাথে সমাজের যার যার অবস্থান থেকে যতটুকো সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক টিপু সুলতান,গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদ মোল্লা, সহসভাপতি শেখ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম,সহ প্রচার সম্পাদক হাসান প্রধান, সাবেক ছাত্র নেতা খোরশেদ মোল্লা, সাবেক ছাত্র নেতা ইমরান হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জনি সহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ