নিজস্ব প্রতিবেদক :
সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ১০ই মে সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের ক্যাপ্টেন সামাদ্দ টাওয়ার এর সামনে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এ ইফতার বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব,ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল,সাভার মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান,সাভার কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপু,সাভার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।