মুন্সীগঞ্জ প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অস্বচ্ছল ৫শতাধিক পরিবারের মাঝে মুন্সীগঞ্জ ক্লাব এর পক্ষ থেকে ঈদের উপহার খাদ্য সামগ্রী ও ২ হাজার মাক্স বিতরণ করা হয়েছে।গত শনিবার ৮ এপ্রিল বিকেলে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় ঈদের উপহার খাদ্য সামগ্রী মাক্স বিতরণ করা। মুন্সীগঞ্জ ক্লাবের সভাপতি এ,কে এম নুর উদ্দিন শুভ্রর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদকমিজানুর রহমান স্বপন,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ মুন্সীগঞ্জ ক্লাবের নেতাকর্মীরা।এসময় লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অস্বচ্ছল ৫ শতাধিক পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে প্রতি পরিবারকে ১কেজি পোলাউর চাউল,১কেজি সেমাই,১কেজি চিনি, ১কেজি দুধ,১টি সাবান ও ২টি মাক্স দেয়া হয়।