আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৫ ইং

আশুলিয়ায় আধা কেজি হিরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় প্রাইভেটকারে করে মাদকের চালান বহন করার সময় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ৪।

শুক্রবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে ভোরে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এরাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নিজাম উদ্দিন ব্রাহ্মনবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এসময় বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪১৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। প্রাইভেটকারটি জব্দ করে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটক নিজাম দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেট কারে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হিরোইন রাজধানী ঢাকাসহ এর আশেপাশে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ