নিজস্ব প্রতিবেদক :
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু এই ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে মহামারী করোনা (কোভিড-১৯) নামের এক ভাইরাস। এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ঘোষিত লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। আর কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ৩ শতাধিক মানুষের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল হাসান কামাল।
সোমবার (০৪ মে) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় নিজ বাড়িতে এসব ঈদ সামগ্রী অসহায়দের মাঝে তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমার এই ছোট্ট প্রয়াস। মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে মুখ ধুবড়ে পড়েছে অনেকের। কাজ হারিয়ে অসহায় জীবন যাপন করছেন। তাই তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি মাত্র।
ঈদের উপহার পেয়ে হাসিমুখে বাড়ি ফেরেন অনেকেই। তারা বলেন, আমরা ঈদের আগ মহুর্তে যতটুকুই সহযোগিতা পেয়েছি তা অনেক কাজে দেবে। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।