আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

কালিয়াকৈরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।মঙ্গলবার (৪ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টানসূত্রাপুর জিএমএস ফ্যাক্টরীর অপজিট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি হলেন, নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে রশিদ মিয়া (১৮)।সে উপজেলার লতিফপুর এলাকার কালামের বাসার ভাড়াটিয়া।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরীর অপজিটে রাস্তার ধারে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ব্যক্তির লাশটি দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে।এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ