আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈরে গৃহহীন ২৯টি পরিবারকে ঘর হস্তান্তর করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কৌচাকুঁড়ি গ্রামে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে ২৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও ঘরের চাবি হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

এসময় আলোচনা সভায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ