আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সাভারে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইফুল ইসলাম (২২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা।
গ্রেপ্তার সাইফুল ইসলাম নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। সে সাভারের আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলো।
র‌্যাব জানায়, গতকাল দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ একজন সক্রিয় সদস্য। এসময় তার কাছ থেকে একটি OPPO-A57 মোবাইল ফোন ও জিহাদ কিছু বই উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ