আজ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং

করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরে  রাস্তায় জীবানু নাশক ছিটাচ্ছে পুলিশ

মোহাম্মদ মশিউর রহমান,  রংপুর প্রতিনিধি  

 

রংপুর মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাস মুক্ত রাখতে জলকামান দিয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে নগরীর কাচারী বাজার থেকে এই কার্যক্রম শুরু হয়।

পরে সিটি কর্পোরেশন, সুপার মার্কেট মোড়, পায়রাচত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগসহ নগরীর প্রধানসড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে দিয়ে স্যাভলনের সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে তা স্প্রে করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(ডিবি ও মিডিয়া) আলতাব হোসেন জানান, জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগন এলাকাতে করোনা ভাইরাস মুক্ত রাখতে জলকামান দিয়ে এই কার্যক্রম পরিচালিত করছে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ডিটারজেন্ট পাউডারও ছিটানো হতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ