আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

ধামরাইয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলীর আরদের পূর্ব পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে আমরা খবর পেয়ে ঘটনা স্থানে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায়
নিহতের মরদেহটি উদ্ধার করেছি। তবে এখনো নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাস রোদে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোদ করে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ