আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে গজারিয়া উপজেলা যুবলীগ

দেলোয়ার হোসেন :

চলমান বৈশ্বিক মহামারি নোভেল করোনা (কোভিড-১৯) ভাইরাস জনিত কারনে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অসহায় নিপীড়িত কৃষকের পাকা ধানা কাটা ও মাড়াইয়ে অর্থ ও শ্রমিক সংকট দেখা দেয়ায় গজারিয়ার এলাকার বিভিন্ন ইউনিয়নের কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে গজারিয়া উপজেলা যুবলীগের একাংশের সদস্যরা

সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের নেত্রীত্বে গজারিয়ায় উপজেলার বিভিন্ন ওর্য়াড ও ইউনিয়নের যুবলীগ সদস্যদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্থ ও শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাড়াচ্ছে তারা।তাদের টিমটি স্বর্স্তফূর্ত ভাবে কৃষকের পাকা ধান কাটা ও মাড়াইয়ে অংশগ্রহন করছে বলে জানান যুবলীগের সক্রিয় নেতা দেলোয়ার হোসেন।

দোলোয়ার হোসেন আরোও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের সরাসরি দিক নির্দেশনায় গজারিয়ায় উপজেলা যুবলীগ এই উপজেলার অসহায় নিপীড়িত কৃষকের পাশে সর্বদা জাগ্রত রয়েছে।এই উপজেলায় আমরা যুবলীগে পক্ষ থেকে একটি বিশেষ নাম্বার তৈরি করেছি।এই নাম্বারে ফোন করে কৃষকরা আমাদের সাথে কথা বলতে পারছে।আমরা দ্রুততম সময়ে তাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবক টিমদের পাঠাতে পারছি।সারা মাস ব্যাপি গজারিয়া উপজেলা ব্যাপি যুবলীগের পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ