নিজস্ব প্রতিবেদক
সাভার পৌর যুবলীগ নেতা কামরুল হাসানের নেতৃত্বে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনির নিজ উদ্যোগে স্যানিটারজার, মাস্ক ও গ্লাবর্স বিতরণ করা হয়।
সাভার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় করোনা প্রতিরোধে স্যানিটাইজার, মাস্ক ও গ্লাবর্স বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে।
পৌর যুবলীগ নেতা কামরুল হাসান শাহিন বলেন করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সর্তক হলেই আপনারা সুস্থ থাকতে পারবেন। সকলের প্রতি আহবান জানান আপনাদের খুবই জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া। বের হলে মুখে মাস্ক ও হাতে গ্লাবর্স ব্যবহার করা। বাহির থেকে সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়া এবং অন্যকে সর্তক করা।