আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

কালিয়াকৈরে ৪ চোরকে ৬ মাসের কারাদণ্ড

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ৪ জন চোরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী এ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কালিয়াকৈর উপজেলা খোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), টাঙ্গাইল জেলার মধুপুর থানার বাসুদাবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে রহিম মিয়া (১৯), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আউলিয়া চালা এলাকার দুলাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাহাড়পুর এলাকার দবির খানের ছেলে মশিউর রহমান (৩২)।ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার চন্দ্রা এলাকায় চুরি করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার (এ এসআই) মো. ইমরান হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে মশিউর রহমান, আমিনুল ইসলাম, রহিম মিয়া, মোশারফ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী এ আদালত পরিচালনা করে ওই চার জন চোরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী জানান, এ ঘটনায় চার জন চোরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ