আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

শিশুকে বলৎকারের অভিযোগে গ্রেফতার নরসুন্দর

নিজস্ব প্রতিবেদক :

সাভারে ১২ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে আরিফুল (২২) নামের এক নরসন্দুর গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানা থেকে তাকে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২১ এপ্রিল) সাভারের ওলাইল কর্ণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফুল নওগাঁ জেলার মহেদেবপুর থানার আমরাই গ্রামের হাতেম আলীর ছেলে৷ তার একই এলাকায় একটি সেলুন রয়েছে।
বাড়িওয়ালা জানান, গত ৩ এপ্রিল নওগাঁর গ্রামের বাড়ি থেকে বাচ্চাটি মা-বাবার কাছে বেড়াতে আসে। কিন্তু লকডাউনের কারণে সে বাড়ি ফিরতে পারেনি। তার বাবা-মা তাকে বাসায় রেখে কাজে চলে যেতো। এই সময় মাঝেমধ্যে সে বাইরের একটি দোকানে বসে থাকতো। এসময় পাশের একটি সেলুনের নরসুন্দর ওই বাচ্চাটিকে তাদের ঘর দেখবে বলে ডেকে নিয়ে যায়। পরে সে ঘরের সব দরজা-জানালা বন্ধ করে তার গলায় বটি ধরে তাকে হত্যার হুমকি দিয়ে বলৎকার করে। এসময় বাচ্চাটির ডাক চিৎকারে পাশের রুম থেকে বাড়িওয়ালা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় বাচ্চাটির মা-বাবা বাসায় আসলে তাদেরকে পুরো ঘটনা জানালে তারা থানায় গিয়ে মামলা দায়ের করে। এরপর পুলিশ এসে অভিযুক্ত ওই নরসুন্দরকে আটক করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ভুক্তভোগী পরিবারের মামলায় আরিফুল কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ