আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

কালিয়াকৈরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী রেল ক্রসিং এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়কের রেলক্রসিং ভুঙ্গাবাড়ী এলাকায় সড়কের পাশে ওই মহিলার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় নিহত হতে পারে।

এই ঘটনায় কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) সেলিম পারভেজ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ