আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গম সংগ্রহ লটারির মাধ্যমে রানীশংকৈলে কৃষক নির্বাচন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের কাছ সরাসরি ন্যায্যমূল্যে গম সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে এ উপজেলার কৃষকদের ভাগ্য।বুধবার (২১ এপ্রিল) খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ হাজার ২৬৫ জন ভাগ্যবান কৃষককে নির্বাচন করা হয়। যাদের কাছ থেকে ১১২০ টাকা মণ দরে গম কেনা হবে।জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার ২৬৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর। প্রতি কেজি গম ২৮ টাকা কেজি দরে মূল্য নির্ধারণ করা হয়েছে।ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডী, উপ-খাদ্য পরিদর্শক কর্মকর্তা নবাব হোসেন, তহসিলদার জাহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, আ. রউফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদিকবৃন্দ।উল্লেখ্য, যে ১৮ হাজার ৮১২ জন কৃষকের মধ্যে ৩ হাজার ২৬৫ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে, তাদের কাছ থেকে আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার সরাসরি কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গম সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ