আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরন

নিজস্ব প্রতিবেদক

 

খেটে খাওয়া সাধারণ মানুষ যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ছাত্রলীগ। বুধবার সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে দুই হাজার মাস্ক ও সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদেরকে করোনা প্রতিরোধের জন্য সচেতনামূরক লিফলেটও দেওয়া হয়েছে। গাজীপুরের কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার বুধবার(২৫ মার্চ) সকালে বলেন, করোনার সংক্রমণ দেশে যাতে ছড়িয়ে না পড়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরাও করোনা প্রতিরোধে কাশিমপুর এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। যাতে তারা পরিবার পরিজনসহ নিজেকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাদেরকে ঝুঁকিমুক্ত রাখতে লিফলেটও বিতরন করে সচেতনা করা হচ্ছে। গাজীপুর মহানগর ছাত্রলীগের নির্দেশে তারা এই কর্মসুচি পালন করছে বলেও তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ