আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

একতা ফাউন্ডেশন এর জনসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি 

শিশির খাঁন,ফরিদপুর সদর  প্রতিনিধি :
সমাজসেবা মূলক সংগঠন একতা ফাউন্ডেশন এর উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে
“সকলে মাস্ক পরি, করোনা থেকে দূরে থাকি” এই স্লোগানকে সামনে রেখে একতা ফাউন্ডেশন, এর মাস্ক বিতরণ কর্মসূচীতে অনুষ্ঠিত হয়েছে। একতা ফাউন্ডেশন এর মাস্ক বিতরণ পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কাজ করে যাচ্ছে এই সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এর অংশ হিসাবে ১৮ এপ্রিল (রবিবার) বেলা ১১টা থেকে মণিকোঠা বাজার, তালতলা বাজার ও আকোট কালিখোলা বাজারে সাধারণ মানুষের পাশাপাশি সকল ব্যাবসায়ী, দোকানদার ও পরিবহনের যাত্রী ও চালকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন একতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠতা ও সভাপতি মো: মশিউর রহমান (মিম) এবং সাধারণ সম্পাদক শাহ-আলম।
এ সময় একতা ফাউন্ডেশন এর সভাপতি বলেন, ‘দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা একতা ফাউন্ডেশন থেকে বিনামূল্যে এই কার্যক্রম করতেছি। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মাঝে মাস্ক বিতরণ করছি’। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশনের সদস্য আরিফ হোসেন, রাজ্জাক বেপারি, জাকারিয়া, বিধান সরকারসহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ