আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় বকেয়া বতনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা।সোমবার (১২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় বিশমাইল-জিরাবো বাইপাস সড়ক অবরোধ করে কারখানার সামনে অবস্থান নেয় সিলভার গ্যালারী নামের পোশাক কারখানার শ্রমিকরা।শ্রমিকরা জানায়, এই কারখানায় প্রায় ৯ শতাধিক শ্রমিক ৩ বছর ধরে কাজ করছে। গত মার্চ মাসের ২৪ তারিখে হঠাৎ কারখানা কতৃপক্ষ মৌখিকভাবে ঘোষণা দেয় কারখানাটি স্থানান্তর করা হবে আশুলিয়ার জিরাবো এলাকার অপর একটি কারখানায়। এসময় শ্রমিকরা আন্দোলন করলে দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় আন্দোলনের মুখে আজ ১২ এপ্রিল বেতন পরিশোধের কথা দেয় কতৃপক্ষ। কিন্তু তারা বেতন পরিশোধ করে নাই। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছে শ্রমিকরা।অবস্থান নেওয়া শ্রমিক কাবুল শেখ বলেন, শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে কারখানা কতৃপক্ষ গত ১ এপ্রিল সমঝোতা করেন। আজ ১২ এপ্রিল শ্রমিকদের সকল পাওনাদি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা বকেয়া বেতন পরিশোধ করে নি। একারনে গাজিরচট এলাকার সিলভার গ্যালারী থেকে জিরাবো এলাকার সিলভার অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।কারখানার অ্যাডমিন ম্যানেজার আরিফের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করারহলে তাকে পাওয়া যায় নি।এব্যাপারে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, সারা মাস কাজ করে শ্রমিকদের আন্দোলন করে টাকা নিতে হয়। বিষয়টি খুব দুঃখজনক। আমরা চাই অবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক। লকডাউনের সময় শ্রমিকরা কার কাছে গিয়ে বেতন চাইবে। তারা এসময় অসহায় হয়ে পরবে। তাই দ্রুত বেতন পরিশোধের দাবি জানাচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ