হাসিবুল হাসান ইমু
আশুলিয়া ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক জনাব হাজ্বী মোশাররফ খান আজকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এলাকায় মসজিদের চার পাশে রাস্তার অলিগলি সহ, মহল্লার রাস্তা-ঘাট,বাড়ীর আশেপাশে জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেন।
করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব সৃষ্টির বিকল্প নেই,, কারণ এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সহজে ছড়িয়ে পড়ে, তাই আমাদের জনসমাগম এড়িয়ে চলতে হবে, বিশেষ প্রয়োজন না হলে কারো কাছে বা হাটে বাজারে যাওয়া থেকে বিরত থাকাই ভালো, তাতেই এই প্রাণঘাতী ভাইরাস থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। সবাইকে সরকারি নিয়ম কানুন মেনে চলার অনুরোধ করছেন। তার কাজে জন্য এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। এবং সবাই নিজ নিজ দায়িত্ব হোম কোয়ারান্টাইন এ থাকার কথা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।