আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা উত্তর পাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ইসরাত জাহান (২১)। সে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা উত্তরপাড়া এলাকার আসলাম মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় ইন্টারস্টফ পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসরাত যে রুমে থাকতেন ওই রুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় আশেপাশের ভাড়াটিয়ারা ডাকাডাকি করে।ঘরের ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ইসরাত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইশরাতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলী মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ