মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ। পরে ১৭১ জন হতদরিদ্রদের মাঝে ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।