আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং

সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় নারীসহ আতহ ৩ 

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির মাটিকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৩ জন আতহ হয়েছে। মঙ্গলবার ৬ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর আলী মার্কেট এলাকায় এঘটনা ঘটে।  স্থানীয় সুত্রে জানাযায়, খাসমহল বালুচর আলী মার্কেট এলাকার মৃত মুল্লুক চাঁন মিয়ার ছেলে বেলায়েত মিয়া (৪০) এর বাড়ির পাশের জমির আইল থেকে গোয়ালঘরে দেওয়ার জন্য দুই ওড়া পরিমান মাটিকাটতে গেলে প্রতিপক্ষ মৃত মোসলেম মিয়ার ছেলে ওসমান (৬০) হোসেন (৫০) জামির (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বেলায়েত মিয়া (৪০)ও তার স্ত্রী সুর বানু (৩৫) ছেলে ফয়সাল (২০) কে গুরুতর রক্তাক্ত জখম করে। বেলায়েত কে  আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।  এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালালউদ্দিন জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ