মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধ পাঁচটি কয়লার ভাটায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন। শনিবার (৩ এপ্রিল) দুপুরে এ অভিযান চালানো হয়।
দীর্ঘদিন যাবৎ কয়লার ভাটাগুলোতে কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করেছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা বেলাবহ এলাকার শাকিল হোসেনের দুইটি কয়লার ভাটা ও কোটবাড়ির মোফাজ্জল হোসেনের তিনটি কয়লার ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ওই পাঁচটি কয়লার ভাটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অপরদিকে কালিয়াকৈর বাজারে অবৈধভাবে গাড়ি পার্কিং ও মাক্স ব্যবহার না করায় আলামিন হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার সহ প্রশাসনিকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, এই অভিযান অব্যাহত থাকবে।