মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাস সারা বিশ্ব যখন আতঙ্কিত তেমনি বাংলাদেশ ও পিছিয়ে নেই সেই মহামারী করোনাভাইরাস এর মরণ থাবা থেকে। অক্লান্ত পরিশ্রমে যখন এই করোনাভাইরাস প্রতিরোধ করতে ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয় তখন কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে ।কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে করোনা রুগি ও মৃত্যুর হার।কাশিমপুর একটি শিল্পাঞ্চল এলাকা হওয়াতে এখানে লোকজনের বসতি বেশী আর করোনাভাইরাস এর ঝুঁকি ও বেশি কিন্তু কাশিমপুর বাসী এটা মানতে নারাজ। সরকার বার বার মাক্স ব্যবহার বাধ্যতামূলক করার কথা বললেও সরেজমিনে দেখা যায় চায়ের দোকান, মুদি দোকান, বাজার, পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং মাস্ক না পরেই চলছে তাদের কর্মযজ্ঞ এতে করে করোনাভাইরাস সংক্রমন বাড়তে পারে এমনটাই বলছে কিছু সচেতন মহল।