আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সাভারে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।সোমবার (২৯ মার্চ) বেলা ১১ টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এর আগে ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার লিখিত অভিযোগ করেন। এর পরেই অভিযোগের তদন্ত শুরু করেন ঢাকা জেলা প্রশাসন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের চ্যালেঞ্জিং কর্মযজ্ঞ যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু থেকে অধ্যবধি একটি সুশৃঙ্খল, শান্তি প্রিয় দেশ গঠনের অগ্রণি ভূমিকা পালন করছেন। গণমাধ্যম কর্মীর শানিত কলমের লিখনিতে পাকিস্তানিদের শােষনের বিরােদ্ধে বহিঃবিশ্বে যে জনমত তৈরী করেছিল তা জাতী চিরদিন স্বরণ করবে।তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনােনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীরা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র, মিথ্যাচার ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সাভারের মধ্যে সবচাইতে অনুউন্নত এবং অবহেলিত ইউনিয়ন এটি। একটু কষ্ট করে ইউনিয়নকে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বললেই বোঝা যায়। রাস্তা-ঘাট গুলাে দেখলেই বোঝার বাকি থাকে না যে কাজগুলাে সম্প্রতি সময়ে করা।বাংলাদেশের উন্নয়নের রূপরেখা যখন অপ্রতিরােধ্য গতিতে এগিয়ে চলছে যার ধারাবাহিকতা আমাদের ইউনিয়নেও শুরু হয়েছে। তবে একটি কুচক্রিমহল জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেও ক্ষান্ত হননি পরাজিত অপশক্তিকে সঙ্গে নিয়ে বর্তমানে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বিশৃঙ্খরা সৃষ্টি করে যাচ্ছে।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ এর খরচ চালাতে হয় কাবিখা বা প্রকল্পের ১% উৎস দিয়ে। এছাড়া কিছু ইউপি সদস্য হত্যা ও মাদক মামলার আসামি। এদের মধ্যে জমি দখল দুর্নীতিবাজও রয়েছে। তাদের কর্মকান্ডে বাঁধা প্রদান করলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছুড়ে দিচ্ছেন। নির্বাচনে বিপুল ভােটে জয়লাভের পর সুধী সমাজের সাথে মত বিনিময় সভায় সকলের সাথে একত্বতা প্রকাশ করে শপথ করেছিলাম বনগাঁও ইউনিয়ন হতে মাদককে নির্মূল করবাে- ইনশা আল্লাহ। কিন্তু পদক্ষেপের শুরু থেকে বাধা বিপত্তিতে পড়তে হচ্ছে। পর্দার আড়ালের থাকা মাদক ব্যবসায়ীদের নাম আসতে থাকে। যার মধ্যে কয়েকজন ইউ পি সদস্যদের সম্পৃক্ততা পাওয়া যায়।এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়নের ৩ জন ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগেরর নেত্রীবৃন্দসহ অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ