আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঘরে ঢুকে হত্যার পর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেলো হত্যাকারীরা

নিজস্ব প্রতিবেদক :

পুর্বশত্রতার জেরে সাভারের আশুলিয়ায় কাঠগড়া সরকার পাড়ায়  ইলিম সরকার (৩৮) নামের এক ডিস-নেট ব্যবসায়ীকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। এসময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ মার্চ) সকাল ৯ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইলিম সরকার ওই এলাকার হাজী ফজল সরকারের ছোট ছেলে। তিনি প্রায় ৫ বছর ধরে নেট ও ডিসের ব্যবসা করতেন।স্থানীয়রা জানায়, নিজের নির্মানাধীন ৫ তলা বাড়ির কাজ দেখতে যায় নিহতের স্ত্রী। এসময় বাড়িতে একাই ছিল ইলিম সরকার। বাড়িতে একাই থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঘরে ফিরে তার স্ত্রী ইলিম সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশীরা এসে দেখেন তাকে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। যাওয়ার সময় বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের বাবা ফজল সরকার জানা, এর আগেও কয়েকবার হত্যার উদ্দেশ্য ইলিমের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতকারী। এবার তাকে মেরেই ফেললো। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। পিবিআই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ আরও জানান নিহত ইলিম সরকারের স্ত্রী কে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ