মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রভাতের প্রথম প্রহরে গোদাগাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করা হয়।
সকাল ৮টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন ,স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান,মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী, (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের জনগণ এইসময় উপস্থিত ছিলেন।