আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ ইং

পানি পানের ছলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

সাভারে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন (২৮) নামের এক রং মিস্ত্রিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ২৪ মার্চ রাতে তাকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
গ্রেফতার রিপন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারানগর এলাকার জমির আলীর ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের কাতলাপুরের আমতলা এলাকার ভুইয়া বাড়িতে ভাড়া থাকতেন ভুক্তভোগী গৃহবধু। ওই বাড়িতে প্রায় মাস যাবৎ রংয়ের কাজ করছিলো রিপন। ভুক্তভোগীর স্বামী গত ২৪ মার্চ দুপুরে খাওয়ার পর কাজে গেলে রিপন কলিং বেল চাপে। পরে ওই গৃহবধূ দরজা খুলে দিলে পানি চায় রিপন। তাকে পানি দিয়ে বেসিনে গেলে পিছন দিয়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে রিপন। এসময় ধস্তাধস্তিতে ভুক্তভোগীর থুতনিতে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়। পরে তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এগিয়ে আসে। এসময় রিপন পালানোর চেষ্টা করলে নিচের ফটক আটকিয়ে ৯৯৯ এ কল করে অন্য ভাড়াটিয়া। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীর চিকিৎসা শেষে আজ মামলা দায়ের হলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আটকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ