আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৮টি কক্ষ ভস্মীভূত 

মো.ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর,  প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ টি কক্ষ পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার রতনপুর এলাকায় শনিবার (২০ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তারের একটি কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা কলোনির কক্ষে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ে ওই কলোনীতে ২৮টি রুম পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানায়, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি‌।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ