মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে মাল্টি সেক্টোরাল রেসপন্স টু কোভিড-১৯ প্রকল্প বোয়ালী ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে সামাজিক সচেতনতা ও নাগরিক সম্পৃক্ততা লক্ষ্যে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বোয়ালী ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফজাল হোসেন খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ কুমার, ইউপি সদস্য গফুর মিয়া এবং ইউনিসেফের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।