হাসিবুল হাসান ইমু : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আমাদের দেশসহ গোটা বিশ্ব একটি দুর্যোগপূর্ণ সময় অতিক্রম করছে। এই পরিস্থিতি উত্তরণে যার যার অবস্থান থেকে কাজ করার বিকল্প নেই।
করোনা ভাইরাসের বিস্তার রোধে বার বার হাত ধোয়ার প্রতি তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞগণ । এই সুযোগ কাজে লাগিয়ে মুনাফালোভীরা বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বৃদ্ধি করেছে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যা সাধারন মানুষের ভোগান্তির কারন।
চলমান সংকট নিরসনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু থেকে নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ল্যাবে শিক্ষকদের তত্বাবধানে একদল শিক্ষার্থীর নিরন্তর প্রচেষ্ঠায় তৈরি হচ্ছে #হ্যান্ড_স্যানিটাইজার ও #হ্যান্ড_ওয়াশ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ল্যাবে তৈরি হচ্ছে #মাস্ক যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিতরণ করা হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে।
জয় হোক মানবতার
আসুন মানবিক মানুষ হই
মহান রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন।