আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

শ্রীনগরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে সরকারী কোটি টাকার রাস্তা 

সিরাজদিখান  প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের শ্রীনগর নীতি নিয়মের তোয়াক্কা না করে রাস্তার উপরে বালু ফেলে রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এলাকাবাসির অভিযোগ। এতে করে হুমকির মুখে পরেছে সরকারী কোটি টাকার রাস্তা । উপজেলার কল্লিগাও ব্রীজের পাশে রাস্তার উপর বালু ফেলে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে ড্রেজিং চালাচ্ছে অবৈধ ড্রেজার কন্টাক্টর বোরহান ।

এতে করে যাতায়াত সমস্যায় ভূকছে এলাকাবাসি। সরজমিনে গিয়ে দেখা যায়উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাও ব্রীজের পাশে সরকারি রাস্তা বন্ধ করে অবৈধভাবে ড্রেজিং চালাচ্ছে ড্রেজার কন্টাক্টর বোরহান । ভয় কিছু বলতে পারছে না এলাকাবাসি । কল্লিগাও গ্রামের আব্দুল লতিফ বলেন বালু রাস্তার উপরে ফেলায় যাতায়াতের অনেক সমস্যা হয় বালুটা একটু সরিয়ে নিলে যাতায়াতের জন্য সুবিধা হয় আর এতে করে সড়ক দুর্ঘটনার আশংক্ষা রয়েছে। ড্রেজার কন্টাক্টর বোরহানের কাছে মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেনআমি কোন অন্যায় করছি না আর এ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না বলে তার প্রভাব দেখানোর চেষ্টা করেন । এই বিষয় আটপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলি খান জানানএই বিষয়টি আমার জানা নেই তবে আমি এটার খোজ নিয়ে ব্যবস্থা নিবো ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ