আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

শাহজাদপুরে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তীতে আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তীতে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত।এ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে প্রথমে শাহজাদপুর জাসদ পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহিদুজ্জামান হেলালের কবরে পুস্পস্তবক অর্পন করা হয়। এবং শাহজাদপুর সরকারি কলেজে মাঠ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। র‍্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। শাহজাদপুর শাখার জাতীয় সমাজ তান্ত্রীক দল- জাসদ আয়োজিত , জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির গনমাধ্যেম বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি’র সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। এ আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, লেখক, সাংবাদিক ও মুক্তিযু্দ্ধ গবেষক বীরমুক্তি যোদ্ধা সাইফুল ইসলাম, শাহজাদপুর পৌর জাসদের সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগাঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন প্রমূখ। জানা যায়, ১৯৭১ সালের ৯ই মার্চ ঐতিহাসিক রবিন্দ্র কাছারি বাড়ি বকুল তলায় কয়েক হাজার ছাত্র জনতার মাঝে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন তৎকালীন শাহজাদপুর সরকারি কলেজের জি এস ও তৎকালীন ছাত্রলীগের সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধা শহীদ শাহিদুজ্জামান হেলাল সেই স্মরণীয় দিনটির ৫০ বছর পূর্তী উপলক্ষে এ আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ