দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল এলাকায় কলাগাছ কেটে জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷ রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মো. সেলিম হোসেন৷
উল্লেখ্য যে, যন্ত্রাইল মৌজায় ২৩ শতাংশ জায়গা সরকারের কাছ থেকে মো. বারেকুর রহমান ঐ গ্রামের শাখাওয়াতের নামে নেন৷ তবে, লিজ নেওয়ার কয়েকবছর পর শাখাওয়াত মৃত্যুবরণ করেন বলে জানা যায়। অন্যদিকে লিজ নেওয়ার প্রায় দশ বছর অাগে থেকেই ঐ ২৩ শতাংশ খাস জমিতে বসবাস করে অাসছেন বারেকুর রহমানের আপন ছোট ভাই সেলিম। এমনকি সরকারি খাস জমির পাশে সেলিমের পৈত্রিক সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার(১৫ মার্চ) দুপুরে শাখাওয়াতের ছেলে রোমানসহ ১০-১৫ জন লোক এসে তাদের কলাবাগানের ৫০ টি কলাগাছ কেটে ফেলে এবং ঘর তোলার জন্য মিস্ত্রী দিয়ে চৌহদ্দি করে খুটি বসান। পরে, এঘটনা নিয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। অন্যদিকে এই জায়গা লিজ হিসেবে পাওয়ার জন্য সরকারের নিকট আবেদনও করেছেন সেলিম৷
এবিষয়ে সেলিম বলেন, আমরা এই জায়গা প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করে অাসছি৷ আমাদের ৫০ টি কলাগাছ কেটে ফেলা হয়েছে৷ এতে, প্রায় দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে৷ বিষয়টি নিয়ে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছি৷
এঘটনা জানতে রোমানের মুঠোফোনে একাধিকবার সংযোগ দিলেও তিনি রিসিভ করেনি৷ এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, বিষয়টি আমি এখনো জানতে পারিনি৷ যদি লিখিত অভিযোগ দিয়ে থাকে তাহলে দুজনের অভিযোগ শুনে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।