আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

আশুলিয়ায় পুকুরে ভাসছিল লাগেজবন্দী নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক :

রবিবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি পুকুর থেকে লাগেজবন্দী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারে নি পুলিশ। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিপিআই, ঢাকা) কে খবর দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় লাগেজবন্দী অজ্ঞাত নারীর (২৫) মরদরহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে ওই এলাকার পুকুরে একটি লাল রংয়ের লাগেজ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লাগেজটি পুকুর থেকে তুলে দেখেন ভিতরে কোন নারীর মরদেহ। এঘটনায় আশুলিয়া থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশের ধারণা নিহত ওই নারীকে কোন এক স্থানে হত্যা করে ওই পুকুরে লাগেজবন্দী করে ফেলে যায় দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে নিহতের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ