আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ধামরাই সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেনজীর আহমদ এমপি

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

শনিবার (১৩ই ফেব্রুয়ারি- ২০২১ খ্রীস্টাব্দ)-
ঢাকার ধামরাই পৌরসভার অভ্যন্তরস্হিত ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক প্রদত্ত ০৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের শুভ সূচনা ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার পূনরায় নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম মিয়া সহ অত্র কলেজের প্রফেসরগন,ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ