নিজস্ব প্রতিবেদক, উজ্জ্বল হোসাইন :
সাভারের চাকুলিয়া গ্রাম থেকে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানা পুলিশ শনিবার সকালে চাকুলিয়ার একটি ডোবা থেকে লাশ টি করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক জুলফিকার আলী জানান গত ৭ ফেব্রুয়ারী থেকে তাওহিদ বিস্বাস পিতা মুনসুর আহম্মেদ এর দেড় বছরের শিশুটি নিখোঁজ ছিলো। আজ সকালে নিখোঁজ শিশুর বাড়ির পাশে একটি ডোবায় শিশুটির লাশ দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি আর ও জানান ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনাটি জানা যাবে।