মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কাশিমপুর ৩ নং ওয়ার্ডের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে চলছে বৈধ গ্যাস সংযোগ থেকে অবৈধ গ্যাসের ব্যবহার। জানা গেছে, নগরের ৩ নং ওয়ার্ডের মোল্লা মার্কেট এলাকায় বৈধ গ্যাসের পাশাপাশি চলছে অবৈধ গ্যাসের ব্যবহার। কয়েকটি বাসাবাড়িতে গিয়ে দেখা গেছে,বৈধ গ্যাস থেকে অবৈধ গ্যাসের সংযোগ। অবৈধ গ্যাস ব্যবহার করেও ভাড়াটিয়ারা গ্যাসবিলসহ ভাড়া দিচ্ছে মালিককে। প্রায় প্রতিটি বাড়ীতেই বৈধ সংযোগ থেকে লাইন নিয়ে অবৈধ চুলা স্থাপন করে হাজার হাজার ঘনফুট গ্যাস পুড়াচ্ছে প্রতি নিয়ত। অবৈধ গ্যাসের ব্যবহারে শিল্পকারখানাগুলোর উৎপাদন যেমন ব্যহত হচ্ছে, তেমনি সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব থেকে। ছাত্তার মাস্টার নামে মোল্লা মার্কেটের এক বাসিন্দা জানায়, আমরা ২০১৩ সালে সংযোগের জন্য আবেদন করেছি। এখন একটা অবৈধ চুলা ব্যবহার করছি। আশেপাশের অনেক বাসায়ই অবৈধ গ্যাসের ব্যবহার হচ্ছে। হয় সরকার আমাদের সংযোগ বৈধ করে দিক, না হয় আশেপাশের সকলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দিক।
তিতাস গ্যাসের অফিসার আব্দুল মান্নান জানান, আবেদন করেই গ্যাস ব্যবহারের কোন সুযোগ নেই। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এলে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।